সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-134
![]() |
GK Album Part-134 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-134
■ কে ভারতের ১৫তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন ?
উত্তরঃ এন. কে. সিং।
■ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর কে ?
উত্তরঃ শক্তিকান্ত দাস।
■ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৩৫ সালে।
■ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৯৪ সালে।
■ বিশ্ব ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওয়াশিংটন, ডি.সি.।
■ ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কন করেছেন ?
উত্তরঃ ডি. উদয় কুমার।
■ ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক।
■ কোথায় সবুজ বিপ্লবের সূচনা হয় ?
উত্তরঃ মেক্সিকো।
■ কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় ?
উত্তরঃ ভারত।
■ পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা ?
উত্তরঃ ত্রিপুরা।
আগের পর্বঃ
No comments:
Post a Comment