সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-133
![]() |
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-133 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-133
■ ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি ?
উত্তরঃ নয়টি।
■ চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ ১২২১ সালে।
■ বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
■ দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আকবর।
■ পথের দাবি উপন্যাসের রচয়িতা কে ?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
■ ফরমিক অ্যাসিড কোন প্রাণিতে পাওয়া যায় ?
উত্তরঃ লাল পিঁপড়ে।
■ অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন ?
উত্তরঃ দেবদত্ত।
■ দেবনাম প্রিয় উপাধিটি কাকে দেওয়া হয়েছিলো ?
উত্তরঃ অশোক।
■ সাঁচি স্তুপ কে নির্মাণ করেন ?
উত্তরঃ অশোক।
■ কোন নদীর উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে ?
উত্তরঃ শতুদ্র।
আগের পর্বঃ
No comments:
Post a Comment