Breaking







Sunday, 4 July 2021

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-132

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-132

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-132
GK Album Part-132
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও - 

GK Album Part-132

 আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত ?
উত্তরঃ ৩৩। 

 কিষাণ মহারাজ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তবলা। 

 মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয় ?
উত্তরঃ ইলিয়াম। 

 সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে ?
উত্তরঃ ভিটামিন D। 

 ডাল হ্রদ কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ শ্রীনগর। 

 ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তরঃ মুম্বাই। 

 থাইল্যান্ডের মুদ্রার নাম কি ?
উত্তরঃ বাথ (baht)। 

 পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
উত্তরঃ আন্দিজ।

 পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি ?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

 পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি ?
উত্তরঃ সুয়েজ খাল। 

আগের পর্বঃ

No comments:

Post a Comment