Breaking







Friday, 2 July 2021

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-131

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-131

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-131
GK Album Part-131
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। 

GK Album Part-131

 জিন্দাপীর কাকে বলা হত ? 
উত্তরঃ ঔরঙ্গজেব।

 কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত ?
উত্তরঃ লর্ড ডালহৌসি। 

 সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ লর্ড আরউইন।

 রাওলাট আইন কোন ভাইসরয় পাশ করেছিলেন ?
উত্তরঃ লর্ড চেমসফোর্ড।

 শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ কাবেরী।

 দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

 সংবিধান অনুসারে কম্পট্রলার ও অডিটর জেনারেলের কার্যকাল কত ?
উত্তরঃ ৬ বছর।

 লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির নাম কি ?
উত্তরঃ প্রত্যক্ষ ভোট। 

 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয় ?
উত্তরঃ ১৯১৯ সালে।

 বিখ্যাত সংস্কৃত নাটক নাগানন্দ ও রত্নাবলী কে রচনা করেন ?
উত্তরঃ হর্ষবর্ধন। 

আগের পর্বঃ

No comments:

Post a Comment