ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল PDF | Rivers and Their Places of Confluence
![]() |
| ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
ভারতের বিভিন্ন নদী ও তাদের সঙ্গমস্থল ভূগোল বিষয়ের এই টপিকটি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল PDF টি শেয়ার করলাম।
যেটির মধ্যে ভারতের বিভিন্ন নদী ও তাদের সঙ্গমস্থল বা সংযোগ স্থলের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও এবং তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল
| নদীর নাম | সঙ্গমস্থল |
|---|---|
| অলকানন্দা ও ধৌলিগঙ্গা | বিষ্ণুপ্রয়াগ |
| অলকানন্দা ও নন্দাকিনী | নন্দাপ্রয়াগ |
| অলকানন্দা ও পিন্দর | কর্ণপ্রয়াগ |
| অলকানন্দা ও মন্দাকিনী | রুদ্রপ্রয়াগ |
| সোমনদী ও মন্দাকিনী | সোমপ্রয়াগ |
| অলকানন্দা ও সরস্বতী | কেশবপ্রয়াগ |
| অলকানন্দা ও ভাগীরথী | দেবপ্রয়াগ |
| গোদাবরী ও ইন্দ্রাবতী | ভদ্রকালী |
| অলকানন্দা ও সরস্বতী | কেশবপ্রয়াগ |
| মন্দাকিনী ও অলশতরঙ্গিনী | সূর্যপ্রয়াগ |
| কৃষ্ণা ও তুঙ্গাভদ্রা | আলমপুর |
| তুঙ্গা ও ভদ্রা | কুডলি |
| গঙ্গা ও কোশী | কুরুশিলা |
| গঙ্গা ও যমুনা | এলাহাবাদ |
| গঙ্গা ও গণ্ডক | হাজিপুর |
| যমুনা ও বেতওয়া | হামিরপুর |
| নীলগঙ্গা ও ভাগীরথী | গুপ্ত প্রয়াগ |
| ভাগীরথী ও ন্যাসগঙ্গা | ইন্দ্রপ্রয়াগ |
| শতুদ্র ও বিয়াস | হারিকা জলাভূমি |
| শ্যামগঙ্গা ও ভাগীরথী | শ্যামপ্রয়াগ |
| গঙ্গা–যমুনা–সরস্বতী | প্রয়াগরাজ |
| কাবেরী, ভবানী ও আমুধা | অরোডের ত্রিবেণীসঙ্গম |
| মুধিরাপুঝা, নাল্লাথানি, কন্ডলি | মুন্নার |
| কালিয়ার, থোডুপুঝায়ার, কথায়ার | মুভাট্টুপুঝা |
| যমুনা, চম্বল, পাহুজ, সিন্ধ ও কুমারী | পাঁচনদ |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download

Thanks.
ReplyDelete