জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-124
![]() |
GK Album Part-124 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে জিকে বিষয় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও উত্তর, তাই দেরী না করে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নাও এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তোলো।
GK Album Part-124 |
---|
■ ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
উত্তরঃ সাংপো নামে পরিচিত।
■ বেঙ্গল ভলান্টিয়ার্স এর প্রধান নির্দেশক কে ছিলেন ?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু।
■ হরিবিজয় কাব্য কে রচনা করেন ?
উত্তরঃ সর্বসেন।
■ বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ?
উত্তরঃ ভিটামিন বি১২।
■ লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
■ ঠাণ্ডা মাটিতে জন্মানো উদ্ভিদের নাম -
উত্তরঃ সাইক্রোফাইট (Psychrophyte)।
■ মুদ্রাস্ফীতি রোধের জন্য কোন দেশ নতুন মুদ্রার প্রবর্তন করলো ?
উত্তরঃ ইরান।
■ MSS (Ministry of State Security) কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
উত্তরঃ চীন দেশের গোয়েন্দা সংস্থা।
■ জ্যাকাস কার্টিয়ার নামে সেতুটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ কানাডার মন্ট্রিল শহরে।
■ ভারত থেকে কবে ব্রহ্মদেশ পৃথক হয় ?
উত্তরঃ ১৯৩৭ সালে।
আগের পর্বঃ
No comments:
Post a Comment