Breaking







Wednesday, 16 June 2021

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-123

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-123

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-123
GK Album Part-123
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজও তোমাদের জন্যে রইলো গুরুত্বপূর্ণ কয়েকটি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে সাহায্য করবে। তাই দেরী না করে আজকের পর্বের জিকে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নাও। 

GK Album Part-123

 স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯২৩ সালের ১লা জানুয়ারি মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, বল্লভভাই প্যাটেল প্রমুখের সাহায্য নিয়ে চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন। 

 প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে ?
উত্তরঃ গণদেবতা উপন্যাস। এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এই উপন্যাসটি তিনি লিখেছিলেন ১৯৪২ সালে এবং জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ১৯৬৬ সালে, যা বাংলা ভাষার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে স্মরণীয়। 

 কে ভারতের ওয়াটার ম্যান নামে পরিচিত ? 
উত্তরঃ রাজেন্দ্র সিং।

 আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয় ?
উত্তরঃ ইরম চানু শর্মিলাকে।

 পূর্ব-মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ পূর্ব-মধ্য রেলের সদর দপ্তর হাজীপুরে অবস্থিত।

 লোকহিতবাদী কাকে বলা হয় ?
উত্তরঃ গোপালহরি দেশমুখকে লোকহিতবাদী বলা হয়। 

 কোষঝিল্লির ভাঁজকে কি বলে ?
উত্তরঃ কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে।

 জীবদেহের গঠন ও কাজের একক কী নামে পরিচিত ?
উত্তরঃ জীবদেহের গঠন ও কাজের এককের নাম কোষ।

 হাইড্রার গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ হাইড্রার গমন অঙ্গের নাম কর্ষিকা এবং গমনপদ্ধতির নাম লুপিং, সামার সল্টিং। 

 প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে ?
উত্তরঃ পিটুইটারি গ্রন্থি থেকে।

আগের পর্বঃ

No comments:

Post a Comment