জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-123
![]() |
GK Album Part-123 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজও তোমাদের জন্যে রইলো গুরুত্বপূর্ণ কয়েকটি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে সাহায্য করবে। তাই দেরী না করে আজকের পর্বের জিকে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নাও।
GK Album Part-123 |
---|
■ স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯২৩ সালের ১লা জানুয়ারি মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, বল্লভভাই প্যাটেল প্রমুখের সাহায্য নিয়ে চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন।
■ প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে ?
উত্তরঃ গণদেবতা উপন্যাস। এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এই উপন্যাসটি তিনি লিখেছিলেন ১৯৪২ সালে এবং জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ১৯৬৬ সালে, যা বাংলা ভাষার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে স্মরণীয়।
■ কে ভারতের ওয়াটার ম্যান নামে পরিচিত ?
উত্তরঃ রাজেন্দ্র সিং।
■ আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয় ?
উত্তরঃ ইরম চানু শর্মিলাকে।
■ পূর্ব-মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ পূর্ব-মধ্য রেলের সদর দপ্তর হাজীপুরে অবস্থিত।
■ লোকহিতবাদী কাকে বলা হয় ?
উত্তরঃ গোপালহরি দেশমুখকে লোকহিতবাদী বলা হয়।
■ কোষঝিল্লির ভাঁজকে কি বলে ?
উত্তরঃ কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে।
■ জীবদেহের গঠন ও কাজের একক কী নামে পরিচিত ?
উত্তরঃ জীবদেহের গঠন ও কাজের এককের নাম কোষ।
■ হাইড্রার গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ হাইড্রার গমন অঙ্গের নাম কর্ষিকা এবং গমনপদ্ধতির নাম লুপিং, সামার সল্টিং।
■ প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে ?
উত্তরঃ পিটুইটারি গ্রন্থি থেকে।
আগের পর্বঃ
No comments:
Post a Comment