জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-122
![]() |
GK Album Part-122 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে জেনারেল নলেজ থেকে বাছাই করা কয়েকটি প্রশ্ন ও উত্তর। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং দেরী না করে আজকের পর্বের প্রশ্নগুলো দেখে নাও।
GK Album Part-122
■ সিমলা বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ১৯৪৫ সালে অনুষ্ঠিত হয়েছিল।
■ কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত ?
উত্তরঃ কটকে অবস্থিত।
■ কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় ?
উত্তরঃ ডায়নামো যন্ত্রের সাহায্যে।
■ প্রাপ্ত বয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয় ?
উত্তরঃ লোহিত অস্থি মজ্জায়।
■ শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া উৎপন্ন হয় ?
উত্তরঃ শরীরের যকৃৎ এ।
■ শব্দের প্রবাল্যের একক কি ?
উত্তরঃ ডেসিবেল।
■ সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি ?
উত্তরঃ আইন প্রণয়ন করা।
■ কোন রাজ্য বিধানসভার সদস্য পদ সর্বাধিক ?
উত্তরঃ উত্তরপ্রদেশের।
■ সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ লোকসভার স্পিকার।
■ রাজ্যসভা অর্থবিলকে কতদিন আটকে রাখতে পারে ?
উত্তরঃ ১৪ দিন।
আগের পর্বঃ
No comments:
Post a Comment