Breaking



Saturday 12 June 2021

GK Album Part-121

GK Album Part-121 || জিকে অ্যালবাম

GK Album Part-121
GK Album Part-121
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
প্রায় সমস্ত রকম চাকরির পরীক্ষার একটা কমন বিষয় হলো জেনারেল নলেজ, আর তাই আমরা আমাদের এই জিকে অ্যালবামের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে দিয়ে থাকি, যাতে করে তোমরা ধীরে ধীরে নিজেদের জিকে ভাণ্ডারকে বাড়িয়ে তুলতে পারবে। 

সুতরাং দেরী না করে আজকের পর্বের প্রশ্ন ও উত্তরগুলি দেখে নাও। আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। 

GK Album Part-121

 গুপ্ত বংশের কোন রাজা ‘লিচ্ছবিদৌহিত্র’ নামে পরিচিত ছিলেন ? 
উত্তরঃ সমুদ্রগুপ্ত লিচ্ছবিদৌহিত্র নামে পরিচিত ছিলেন।

 কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেন ? 
উত্তরঃ মোগল সম্রাট শাহজাহান।

 বাস্তুসংস্থান দিবস কবে পালিত হয় ? 
উত্তরঃ প্রত্যেক বছর ১লা নভেম্বর।

 ‘প্রভার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা কে ? 
উত্তরঃ দাদাভাই নৌরজি।

 প্যারিসে বন্দেমাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন ? 
উত্তরঃ মাদাম কামা।

 ভুটানের জাতীয় পশুর নাম কি ? 
উত্তরঃ টাকিন বা টাকি।

 SLV পুরো কথা কি ? 
উত্তরঃ Satellite Launch Vehicle.

 পলাশীর যুদ্ধ কত সালে হয় ? 
উত্তরঃ ১৭৫৭ সালে সংঘটিত হয়েছিল।

 পলল ব্যজনী বা পলল পাখা গড়ে ওঠে - 
উত্তরঃ পর্বতের পাদদেশে।

 আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) -র সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
উত্তরঃ সুইজারল্যান্ডের লুজানে।

আগের পর্বঃ

No comments:

Post a Comment