Breaking







Thursday, 10 June 2021

GK Album Part-120

GK Album Part-120 || জিকে অ্যালবাম

GK Album Part-120
GK Album Part-120
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-120; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-120

 ‘শাহনামা’ গ্রন্থের রচয়িতা কে ? 
উত্তরঃ ফেরদৌসী।

 দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
উত্তরঃ রাজস্থান।

 প্রতিহার বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ? 
উত্তরঃ মিহিরভোজ।

 চিনির পাত্র বলা হয় কোন দেশকে ? 
উত্তরঃ কিউবা।

 মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত ? 
উত্তরঃ ফুটবল।

 ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কবে স্থাপিত হয় ? 
উত্তরঃ ১৮৭৪ সালে।

 এডাফোলজি কি সংক্রান্ত বিজ্ঞান ?
উত্তরঃ মৃত্তিকা চর্চা।

 পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কে ? 
উত্তরঃ এইচ.কে. দ্বিবেদী।

 হাইকোর্টের বিচারপতিদের শপথ গ্রহণ করান কে ? 
উত্তরঃ রাজ্যপাল।

 ভারতবর্ষে মোট কতগুলি হাইকোর্ট আছে ? 
উত্তরঃ ২৫টি।

আগের পর্বঃ

No comments:

Post a Comment