GK Album Part-119 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-119 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-119; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে, যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং দেখে না করে আজকের পর্বের প্রশ্নোত্তরগুলি দেখে নাও।
GK Album Part-119
■ আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ লর্ড ডালহৌসী।
■ পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল ?
উত্তরঃ আম্বেদকর ও গান্ধিজি।
■ কে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন ?
উত্তরঃ শ্রী নারায়ণ গুরু।
■ বিশ্ব পরিবেশ দিবস ২০২১ এর থিম কি ছিল ?
উত্তরঃ Ecosystem Restoration.
■ কবে World Book and Copyright Day পালিত হয় ?
উত্তরঃ ২৩শে এপ্রিল।
■ এম এস পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার ?
উত্তরঃ প্রেজেন্টেশন।
■ ১ কোয়াটার = কত পাউন্ড ?
উত্তরঃ ২৮ পাউন্ড।
■ "Train to Pakistan" গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ খুশবন্ত সিং।
■ লজ্জাবতী উদ্ভিদের কোন চলন দেখা যায় ?
উত্তরঃ সিসমোন্যাস্টি।
■ গিরগিটির বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তরঃ ক্যালোটেস ভার্টিকোলার।
আগের পর্বঃ
No comments:
Post a Comment