Breaking







Sunday, 6 June 2021

GK Album Part-118

GK Album Part-118 || জিকে অ্যালবাম

GK Album Part-118
GK Album Part-118

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-118; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-118

 ‘Terror of Bengal’ কাকে বলা হয় ? 
উত্তরঃ কচুরিপানা।

 লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত দিন ? 
উত্তরঃ ১২০ দিন।

 যে উচ্চভূমি দুই বা ততােধিক নদী গােষ্ঠীকে পৃথক করে তাকে কি বলে ? 
উত্তরঃ জলবিভাজিকা।

 যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে - 
উত্তরঃ মরুভূমি অঞ্চলে।

 ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য কোনটি ? 
উত্তরঃ বিহার।

 ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত ? 
উত্তরঃ চিত্রকূট।

 কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন ? 
উত্তরঃ লর্ড ওয়েলেসলি।

 কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত ? 
উত্তরঃ সমুদ্রগুপ্ত।

 বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান বা প্লেন চলাচল করে ? 
উত্তরঃ স্ট্যাটোস্ফিয়ার।

 হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে তৈরি হয় ? 
উত্তরঃ ১৯৪৩ সালে।

আগের পর্বঃ

No comments:

Post a Comment