Breaking







Friday, 4 June 2021

GK Album Part-117

GK Album Part-117 || জিকে অ্যালবাম

GK Album Part-117
GK Album Part-117

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-117; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-117

 ‘অনকোলজি’ কোন বিষয় সংক্রান্ত বিদ্যা ? 
উত্তরঃ ক্যান্সার সংক্রান্ত বিদ্যা।

 জওহরলাল নেহেরু কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ? 
উত্তরঃ ১১ বার।

 সেন্ট্রাল ফুড রিসার্চ ইন্সটিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ? 
উত্তরঃ মহীশূর।

 প্রথম কোন মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন ? 
উত্তরঃ দেবিকা রাণী।

 ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি ? 
উত্তরঃ অপ্সরা।

 মানবদেহের কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় ? 
উত্তরঃ পিটুইটারি।

 ‘বিশ্ব থাইরয়েড দিবস’ কবে পালিত হয় ? 
উত্তরঃ ২৫শে মে।

 ইসরায়েলের রাজধানীর নাম কি ? 
উত্তরঃ জেরুজালেম।

 ‘মৌচাক’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
উত্তরঃ সুধীর চন্দ্র সরকার।

 ‘বামা’ কথাটির অর্থ কি ? 
উত্তরঃ নারী।

No comments:

Post a Comment