GK Album Part-116 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-116 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-116; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-116
■ ‘Long Walk to Freedom’ বইটির লেখক কে ?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা।
■ টিপাম বেলেপাথর কোন রাজ্যে দেখা যায় ?
উত্তরঃ আসাম।
■ ‘Mr. India’ চলচ্চিত্রে মোগাম্বোর ভূমিকায় কে অভিনয় করেছিলেন ?
উত্তরঃ অমরীশ পুরী।
■ ইম্ফল কোন রাজ্যের রাজধানী ?
উত্তরঃ মণিপুর।
■ কোন নদীর উপর পং বাঁধ গড়া হয়েছে ?
উত্তরঃ বিপাশা।
■ ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন ?
উত্তরঃ দাদাভাই নৌরজি।
■ ‘New Lamps of Old’ প্রবন্ধটি কে লিখেছিলেন ?
উত্তরঃ শ্রী অরবিন্দ ঘোষ।
■ দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখনি কোনটি ?
উত্তরঃ রাণীগঞ্জ।
■ আকবরের সমাধি কোথায় অবস্থিত ?
উত্তরঃ আগ্রা।
■ ‘ভারতের সামরিক শহর’ কাকে বলা হয় ?
উত্তরঃ মিরাট।
No comments:
Post a Comment