GK Album Part-115 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-115 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-115; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-115
■ ‘স্কুল বুক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ডেভিড হেয়ার।
■ ‘রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো’ - সুলতানি আমলে একথা কে ঘোষণা করেছিলেন ?
উত্তরঃ কবীর।
■ কোন সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় ?
উত্তরঃ ১৯৭৫ সালে।
■ ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
■ লবণ আন্দোলন শুরু হয় কোথা হইতে ?
উত্তরঃ সবরমতি আশ্রম, আমেদাবাদ।
■ ‘মারাঠা পত্রিকা’ কে সম্পাদনা করেন ?
উত্তরঃ তিলক।
■ ‘পরিব্রাজক’ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ বিবেকানন্দ।
■ ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয় কত সালে ?
উত্তরঃ ১৯২৫ সালে।
■ ভারতবর্ষে ইংরাজী ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারীভাবে ঘোষিত হয় কত সালে ?
উত্তরঃ ১৮৩৫ সালে।
■ ‘শ্রীকৃষ্ণ বিজয়’ কাব্যের রচয়িতা কে ?
উত্তরঃ মালাধর বসু।
List of Joint Military Exercises of India 2021 Sir Please Pdf Deben
ReplyDeleteList of Joint Military Exercises of India 2021 Sir Please Pdf deben
ReplyDelete