বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা তালিকা PDF || Number of Chromosomes of Plants and Animals
![]() |
| বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা তালিকা PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর ক্রোমোজোমের সংখ্যার তালিকা দেওয়া আছে।
মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? ধানের ক্রোমোজোম সংখ্যা কত? গমের ক্রোমোজোম সংখ্যা কত? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।
বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা
| প্রাণী ও উদ্ভিদ | ক্রোমোজোম সংখ্যা |
|---|---|
| প্রজাপতি | ৩৬০ |
| হাঙ্গর | ৮২ |
| পায়রা | ৮০ |
| শিয়াল | ৭৮ |
| মুরগি | ৭৮ |
| কুকুর | ৭৮ |
| ময়ূর | ৭৬ |
| সাদা লেজযুক্ত হরিণ | ৭০ |
| লাল হরিণ | ৬৮ |
| ঘোড়া | ৬৪ |
| গিনিপিগ | ৬৪ |
| গাধা | ৬২ |
| ছাগল | ৬০ |
| গরু | ৬০ |
| হাতি | ৫৬ |
| ভেড়া | ৫৪ |
| শিল্পাঞ্জি | ৪৮ |
| গরিলা | ৪৮ |
| মানুষ | ৪৬ |
| খরগোস | ৪৪ |
| বানর | ৪২ |
| শুকর | ৪০ |
| বিড়াল | ৩৮ |
| বাঘ | ৩৮ |
| সিংহ | ৩৮ |
| কেঁচো | ৩৬ |
| অজগর সাপ | ৩৬ |
| মৌমাছি | ৩২ |
| কুমির | ৩০-৪২ |
| কচ্ছপ | ২৮-৬৬ |
| ব্যাঙ | ২৬ |
| ইঁদুর | ২১ |
| ক্যাঙ্গারু | ১৬ |
| বার্লি | ১৪ |
| মাছি | ১২ |
| মশা | ৬ |
| আখ | ৮০ |
| তুলা | ৫২ |
| আনারস | ৫০ |
| আলু | ৪৮ |
| তামাক | ৪৮ |
| কফি | ৪৪ |
| গম | ৪২ |
| আম | ৪০ |
| বাদাম | ৪০ |
| আঙুর | ৩৮ |
| সূর্যমুখী | ৩৪ |
| চা | ৩০ |
| ধান | ২৪ |
| টমেটো | ২৪ |
| পেয়ারা | ২২ |
| তরমুজ | ২২ |
| ভুট্টা | ২০ |
| গাজর | ১৮ |
| পেঁপে | ১৮ |
| মুলা | ১৮ |
| বাঁধাকপি | ১৮ |
| পেঁয়াজ | ১৬ |
| রসুন | ১৬ |
| মটর | ১৪ |
| শসা | ১৪ |
তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:
Post a Comment