GK Album Part-114 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-114 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-114; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-114
■ ‘ভারতের হৃদয়’ নামে পরিচিত কোন রাজ্য ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
■ ভারতে শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে ?
উত্তরঃ কেরালা।
■ ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি ?
উত্তরঃ কুঞ্চিকল।
■ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ (Yaas) কথাটির অর্থ কি ?
উত্তরঃ হতাশা।
■ অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় কি নামে পরিচিত ?
উত্তরঃ উইলি-উইলি।
■ ‘এশিয়ার আলো’ কাকে বলা হয় ?
উত্তরঃ গৌতম বুদ্ধ।
■ ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ কাকে বলা হয় ?
উত্তরঃ বীরসালিঙ্গম পানতুলু।
■ ভারতে প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ কলকাতা।
■ কোন বংশের সময়কালে গোলকুণ্ডা ফোর্ট নির্মিত হয়েছিলো ?
উত্তরঃ শাহী বংশ।
■ ‘রাউফ’ কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।
No comments:
Post a Comment