Breaking



Thursday 27 May 2021

GK Album Part-113

GK Album Part-113 || জিকে অ্যালবাম

GK Album Part-113
GK Album Part-113

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-113; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-113

 ‘টুটি-ই-হিন্দুস্থান’ নামে কে পরিচিত ? 
উত্তরঃ আমীর খসরু। 

 ‘দ্য লাস্ট জাজমেন্ট’ নামক বিখ্যাত চিত্রটি কার আঁকা ? 
উত্তরঃ মাইকেলেঞ্জেলো।

 ‘যখন ছোট ছিলাম’ আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা ? 
উত্তরঃ সত্যজিৎ রায়।

 দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি ? 
উত্তরঃ তামিল।

 ‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’ কবে পালিত হয় ? 
উত্তরঃ ২৫শে এপ্রিল।

 কোন প্রাণীটি আলট্রা শব্দ তৈরি করতে পারে ? 
উত্তরঃ শুশুক।

 ভারতের কোন শহরে প্রথম রোবট দ্বারা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছিলো ? 
উত্তরঃ ইন্দোর।

 কত সালে টাইটানিক জাহাজ ডুবে যায় ? 
উত্তরঃ ১৯১২ সালে।

 প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় কত সালে ? 
উত্তরঃ ১৯৩০ সালে।

 স্বাস্থ্যকর্মীরা যে পোশাক পড়ে কাজ করে তাকে কি বলে ? 
উত্তরঃ PPE – Kits.

No comments:

Post a Comment