GK Album Part-112 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-112 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-112; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-112
■ ‘গ্রেট রেড স্পট’ কোন গ্রহে দেখা যায় ?
উত্তরঃ বৃহস্পতি।
■ রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয় ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি।
■ ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয় ?
উত্তরঃ ৩৫৬ নং ধারায়।
■ শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি ?
উত্তরঃ টাইটান।
■ CNS কথাটির পুরো নাম কি ?
উত্তরঃ Central Nervous System.
■ ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিলো ?
উত্তরঃ বাবর ও আফগান।
■ কালিকট বন্দরের বর্তমান নাম কি ?
উত্তরঃ কোঝিকোড়।
■ ভারতের বর্তমান নির্বাচন কমিশনারের নাম কি ?
উত্তরঃ সুশীল চন্দ্রা।
■ কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি রয়েছে ?
উত্তরঃ ২০০০ টাকা।
■ স্বাধীন ভারতে কত সালে প্রথম কয়েন চালু হয় ?
উত্তরঃ ১৯৫০ সালে।
No comments:
Post a Comment