Breaking







Wednesday, 19 May 2021

GK Album Part-109

GK Album Part-109 || জিকে অ্যালবাম

GK Album Part-109
GK Album Part-109

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-109; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-109

 ‘হকির যাদুকর’ কাকে বলা হয় ? 
উত্তরঃ ধ্যানচাঁদ।

 গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ? 
উত্তরঃ ৩৮৯ জন।

 কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিলো ? 
উত্তরঃ মাউন্টব্যাটেন পরিকল্পনা। 

 আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? 
উত্তরঃ হকি। 

 হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন ? 
উত্তরঃ হিউয়েন সাং।

 বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য ? 
উত্তরঃ আসাম।

 পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি ? 
উত্তরঃ লোথাল।

 ‘হুমায়ুননামা’ গ্রন্থের রচয়িতা কে ? 
উত্তরঃ গুলবদন বেগম।

 ‘মুন্তাখাব-উল-লুবাব’ গ্রন্থটির রচয়িতা কে ? 
উত্তরঃ কাফি খাঁ।

 জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন ? 
উত্তরঃ গুরু অর্জুনকে।

No comments:

Post a Comment