GK Album Part-108 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-108 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-108; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-108
■ কত সালে নীল কমিশন গঠন করা হয় ?
উত্তরঃ ১৮৬০ সালে।
■ বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি ?
উত্তরঃ নেফ্রন।
■ দিল্লী কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ যমুনা।
■ বুলবুল ঝড়ের নামকরণ করেছে কোন দেশ ?
উত্তরঃ পাকিস্তান।
■ কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।
■ কত সালে সূর্য সেনের ফাঁসি হয় ?
উত্তরঃ ১৯৩৪ সালে।
■ সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তরঃ সাতজন।
■ সিমলা বৈঠক কত সালে হয়েছিল ?
উত্তরঃ ১৯৪৫ সালে।
■ জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রাজনারায়ণ বসু।
■ ‘আসাম কেশরী’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ অম্বিকা গিরি।
No comments:
Post a Comment