GK Album Part-105 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-105 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-105; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-105
■ ‘দ্য লাইট অফ এশিয়া’ বইটি মূলত কার ওপরে লেখা ?
উত্তরঃ গৌতম বুদ্ধ।
■ কোন শাসককে ‘কবিরাজ’ আখ্যা দেওয়া হয় ?
উত্তরঃ সমুদ্রগুপ্ত।
■ কার রাজসভা ‘নবরত্ন’ এর জন্য বিখ্যাত ছিল ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
■ সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি ?
উত্তরঃ শুক্র।
■ চাঁদের ব্যাস কত ?
উত্তরঃ প্রায় ৩৪৭৫ কিমি।
■ কি জমাট বেধে ওপেল শিলার সৃষ্টি হয় ?
উত্তরঃ বালুকণা।
■ মালাই চাকির হাড়কে কি বলা হয় ?
উত্তরঃ প্যাটেলা।
■ রেটিনা ও অপটিকা স্নায়ু স্থলকে কি বলে ?
উত্তরঃ অন্ধবিন্দু।
■ পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত ?
উত্তরঃ মাথায়।
■ দুটি নিউরোনের মিলনস্থলকে কি বলে ?
উত্তরঃ সাইন্যাপস্।
No comments:
Post a Comment