Breaking



Sunday 9 May 2021

GK Album Part-104

GK Album Part-104 || জিকে অ্যালবাম

GK Album Part-104
GK Album Part-104

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-104; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে। 

GK Album Part-104

 কত বছর বয়সে বুদ্ধদেব মোক্ষলাভ করেন ? 
উত্তরঃ ৩৫ বছর।

 ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন ? 
উত্তরঃ শক।

 বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ? 
উত্তরঃ হর্ষঙ্ক।

 কোন শহরকে প্রাচ্যের ডাণ্ডি বলা হয় ? 
উত্তরঃ নারায়ণগঞ্জ।

 মায়ানমারের রাজধানীর নাম কি ? 
উত্তরঃ নাইপিদো।

 ভুটানের জলবায়ু কেমন ? 
উত্তরঃ আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমি জলবায়ু।

 ব্যারোমিটার কে আবিষ্কার করেন ? 
উত্তরঃ এভান গেলিষ্টা টরীসেলী।

 ম্যাগনেট কি থেকে তৈরি হয় ? 
উত্তরঃ কোবাল্ট।

 স্নায়ুতন্ত্রে কি দ্বারা উদ্দীপনা গৃহীত হয় ? 
উত্তরঃ গ্রাহক।

 নালী বিহীন গ্রন্থিকে কি বলা হয় ? 
উত্তরঃ অনাল গ্রন্থি।

No comments:

Post a Comment