Breaking







Monday, 3 May 2021

GK Album Part-101

GK Album Part-101 || জিকে অ্যালবাম

GK Album Part-101
GK Album Part-101

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-101; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে। 

GK Album Part-101

 কোথায় ষাঁড়ের ছবি সম্বলিত সীলমোহর পাওয়া গেছে ? 
উত্তরঃ মহেঞ্জোদারোতে।

 প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি ? 
উত্তরঃ ভেড়া।

 মিতাক্ষরা কার লেখা ? 
উত্তরঃ বিজ্ঞানেশ্বর।

 তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত ? 
উত্তরঃ চীন।

 চন্দ্রাকৃতি মরুভুমিকে কি বলা হয় ? 
উত্তরঃ বার্খান।

 টিসকো প্ল্যান্ট কোথায় অবস্থিত ? 
উত্তরঃ টাটানগর।

 পাইন গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ রেচন পদার্থ পাওয়া যায় ? 
উত্তরঃ রজন।

 বৃহত্তম এককোষী শৈবালের নাম কি ? 
উত্তরঃ অ্যাসিটেবুলেরিয়া।

 অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত ? 
উত্তরঃ ৮।

 গৌহাটি হাইকোর্ট কবে স্থাপিত হয় ? 
উত্তরঃ ১৯৪৮ সালে।

No comments:

Post a Comment