Breaking







Thursday, 8 April 2021

WBCS Preliminary Practice Set in Bengali PDF

WBCS Preliminary Practice Set in Bengali PDF || WBCS Free Practice Set PDF

WBCS Preliminary Practice Set in Bengali PDF Download
WBCS Preliminary Practice Set in Bengali PDF Download

কলম 
নমস্কার বন্ধুরা,
WBCS প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, WBCS Preliminary Practice Set in Bengali PDF; যেটি তৈরি করা হয়েছে বিগত বছরগুলির প্রশ্নের ওপর ভিত্তি করে। আর এটির মধ্যে জিকে থেকে ৫০টি প্রশ্ন MCQ ফরম্যাটে দেওয়া আছে।

       সুতরাং আর দেরী না করে প্রশ্নগুলি দেখে নাও এবং অফলাইনে প্র্যাকটিসের জন্য নীচ থেকে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও। 

WBCS Preliminary Practice Set

 “স্বরাজ আমার জন্মগত অধিকার” – কে বলেছিলেন ? 
স্বামী বিবেকানন্দ
অরবিন্দ ঘোষ
বাল গঙ্গাধর তিলক 
রামমোহন রায়


 নীচের কোন জন নরমপন্থী নন ? 
বিপিনচন্দ্র পাল 
ফিরোজ শাহ মেহতা
দাদাভাই নৌরজি
গোপালকৃষ্ণ গোখলে 


 ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ –এর দাবী তোলা হয়েছিলো ?
মাদ্রাজ
বোম্বাই
লাহোর 
কলকাতা 


 কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ?
দাদাভাই নৌরজি 
জে. এল. নেহেরু
এম. কে. গান্ধী 
এদের কেউই নন 


 ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক হিসাবে কে পরিচিত ?
ডব্লু. সি. ব্যানার্জি 
এস. এন. ব্যানার্জি
মহাত্মা গান্ধী
এ. ও. হিউম 


 ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
কলকাতা
মাদ্রাজ
পুনে
বোম্বে 


 ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
অ্যানি বেসান্ত 
সরোজিনী নাইডু
অরুণা আসফ আলী
বিজয়লক্ষ্মী পণ্ডিত 


 ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
১৮৮৩ সালে
১৮৮৫ সালে 
১৮৮৭ সালে
১৮৮৯ সালে 


 ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিলো ?
১৯৪০ সালে
১৯৪১ সালে
১৯৪২ সালে 
১৯৪৫ সালে 


 সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
আম্বেদকর
জয়প্রকাশ নারায়ণ
রাজনারায়ণ
গান্ধীজী 


 সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
মহাত্মা গান্ধী 
সৌকত আলী
মহম্মদ আলী জিন্নাহ 
আব্দুল গফফর খান 


 কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন ?
১৯১৬ সালে
১৯২০ সালে 
১৯২৩ সালে
১৯২৬ সালে 


 ‘পাকিস্তান’ প্রস্তাবটির জনক কে ?
মহম্মদ আলী জিন্নাহ 
আসফ আলী 
এইচ. এস. সুহরাওয়ার্দি 
চৌধুরী রহমত আলী 


 ফরওয়ার্ড ব্লক এ প্রতিষ্ঠা করেন ?
রাসবিহারী বসু
সুভাষ চন্দ্র বসু 
মহাত্মা গান্ধী
ক্যাপ্টেন মোহন সিং 


 রাওলাট আইন কবে প্রবর্তিত হয় ?
১৯১৮ সালে
১৯১৯ সালে 
১৯২০ সালে
১৯২১ সালে 


 ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান কে দিয়েছিলেন ?
সুভাষচন্দ্র বসু
লালা লাজপত রায় 
স্যার মহম্মদ ইকবাল
ভগৎ সিং 


 বক্সারের যুদ্ধ কবে ঘটে ?
১৭৬২ সালে
১৭৬৪ সালে
১৭৬৮ সালে
১৭৭২ সালে 


 তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন ?
অজয় মুখার্জি
বীরেন শাসমল
সুশীল ধাড়া 
সতীশচন্দ্র সামন্ত 


 ‘অল ইন্ডিয়া হোমরুল’ লীগ শুরু করেন কে ? 
লালা লাজপত রায়
বিপিনচন্দ্র পাল
নিবেদিতা
অ্যানি বেসান্ত 


 একজন বিপ্লবীর নাম করো যিনি ‘রাইটাস বিল্ডিং’ আক্রমণ করেছিলেন ?
মৃগেন দত্ত 
অনাথবন্ধু পাঁজা 
প্রফুল্ল চাকী 
বিনয় বসু 


 বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?
১৯৪২ সালে
১৯৪৪ সালে
১৯৪৬ সালে 
১৯৪৮ সালে 


 গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে ?
ভগৎ সিং
কুনওয়ার সিং
লালা লাজপত রায় 
লালা হরদয়াল 


 তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
রামমোহন রায়
কেশবচন্দ্র সেন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
দেবেন্দ্রনাথ ঠাকুর 


 ‘খেরওয়ারী হূল’ বলতে কি বোঝায় ?
চুয়ার বিদ্রোহ
পাইক বিদ্রোহ
নীল বিদ্রোহ
সাঁওতাল বিদ্রোহ 


 গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন ?
লুম্বিনি
সারনাথ
কুশীনগর
বোধগয়া 


 ‘বুদ্ধচরিত’ গ্রন্থটির রচয়িতা কে ?
বুদ্ধঘোষ
নাগার্জুন 
পাণিনি
অশ্বঘোষ 


 কিতাব-উল-হিন্দ কার রচনা ?
আল মাসুদি 
আলবিরুনি 
ফিরদৌসি
সুলেমান 


 মগধের কোন শাসক ‘সোনিয়া’ নামে পরিচিত ছিলেন ?
বিম্বিসার 
মহাপদ্ম নন্দ
অজাতশত্রু
চন্দ্রগুপ্ত মৌর্য 


 তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে ?
আদি আর্য যুগ 
মৌর্য শিল্প
গুপ্ত শিল্প
গান্ধার শিল্প 


 প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত ?
প্রাকৃত 
সংস্কৃত 
পালি 
অর্ধ মাগধি 


 মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
বিম্বিসার 
চন্দ্রগুপ্ত মৌর্য
ফিরোজশাহ তুঘলক 
আলাউদ্দিন খিলজি 


 কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন ?
মান সিংহ 
অমর সিংহ
উদয় সিংহ 
যশবন্ত সিংহ 


 ‘সুল-ই-কুল’ নীতি কে প্রবর্তন করেন ?
আকবর 
মহম্মদ শাহ 
ঔরঙ্গজেব
জাহান্দার শাহ 


 ‘আইন-ই-আকবরি’ গ্রন্থের লেখক কে ?
বদাউনি
ফৈজি
শেখ মুবারক 
আবুল ফজল 


 বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ফিরোজ শাহ
আহম্মদ শাহ
প্রথম মহম্মদ শাহ
আলাউদ্দিন হাসান বাহমান শাহ 


 জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত ?
আগ্রা
দিল্লী
শ্রীনগর 
লাহোর 


 বাংলার কৌলীন্য প্রথা কে চালু করেন ?
গোপাল
ধর্মপাল
লক্ষণ সেন
বল্লাল সেন 


 কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?
আকবর
ঔরঙ্গজেব
জাহাঙ্গীর
শাহজাহান 


 গোপাল কোন বংশের প্রতিষ্ঠা ছিলেন ?
পাল 
পল্লব
চালুক্য 
প্রতিহার 


 বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
হুসেন শাহ 
নসরৎ শাহ
গিয়াসউদ্দিন মামুদ শাহ
ইলিয়াস শাহ 


 কাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয় ?
পদ্মাকর ভট্ট
লালুজি লাল
প্রেম চাঁদ
হরিশচন্দ্র 


 ঘুমর কোন রাজ্যের নৃত্য ?
কর্ণাটক
রাজস্থান 
গুজরাট
অন্ধ্রপ্রদেশ 


 নাসিক প্রশস্তি কে ইস্যু করেন ?
হর্ষবর্ধন
ধর্মপাল
সমুদ্রগুপ্ত
গৌতমী পুত্র সাতকর্নী 


 নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায় ?
বিন্ধ্যপর্বত 
পালানি পাহাড়
মহাকাল পর্বত 
অমরকণ্টক মালভূমি 


 সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
ওড়িশা
তামিলনাড়ু
অন্ধ্রপ্রদেশ
কর্ণাটক 


 চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত ?
অন্ধ্রপ্রদেশ
পশ্চিমবঙ্গ
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ 


 কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত ? 
যমুনা 
শোন
লুনি
চম্বল 


 ভারতবর্ষের কোন রাজ্যে হীরার খনি অবস্থিত ?
কর্ণাটক
গুজরাট
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ 


 ভারতবর্ষের কোন রাজ্যে বৃহত্তম কয়লা সঞ্চিত আছে ?
ওড়িশা
ঝাড়খণ্ড 
ছত্রিশগড়
পশ্চিমবঙ্গ 


 কোন রাজ্যে তুলার উৎপাদন সর্বাধিক হয় ?
পাঞ্জাব
মহারাষ্ট্র
অন্ধ্রপ্রদেশ
গুজরাট 


File Details:
PDF Name : WBCS Preliminary Practice Set 01
Language : Bengali
Size : 0.8 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download

More PDFDownload Link
WBCS Preliminary Question PaperClick Here
WBCS Main Question PaperClick Here

2 comments: