GK Album Part-96 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-96 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-96; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-96
⟲ সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন ?
উত্তরঃ মৌর্য।
⟲ কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন ?
উত্তরঃ ইন্দো গ্রীক।
⟲ বায়ুমণ্ডলের রক্ষাকবচ কাকে বলা হয় ?
উত্তরঃ ওজোন স্তর।
⟲ বায়ুমণ্ডলের কোন স্তরটি শান্ত মন্ডল নামে পরিচিত ?
উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ার।
⟲ ফটোগ্রাফিক ফিল্মে কোন ধাতুটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ রুপা।
⟲ সজীব কোষের প্রধান শ্বসনবস্তু কি ?
উত্তরঃ গ্লুকোজ।
⟲ পৃথিবী হতে সূর্যের দূরত্ব কত ?
উত্তরঃ প্রায় ১৫ কোটি কিলোমিটার।
⟲ মোটরযান থেকে নির্গত ধাতব দূষণের মধ্যে অন্যতম হল -
উত্তরঃ সিসা।
⟲ ট্রিটি অফ ভার্সিলিস কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯১৯ সালে।
⟲ কেন্দ্রীয় অনুসন্ধান বিভাগ কোথায় অবস্থিত ?
উত্তরঃ হিমাচল প্রদেশ।
No comments:
Post a Comment