GK Album Part-95 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-95 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-95; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-95
⟲ অবোধ সাম্রাজ্য কে স্থাপন করেছিল ?
উত্তরঃ সাদাত খান বুরহান উল মূলক।
⟲ কে ল্যাপস মতবাদের সাথে যুক্ত ছিলেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসি।
⟲ যে পদ্ধতিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে কি বলে ?
উত্তরঃ গ্লুকোনিওজেনেসিস।
⟲ পাটতন্তু গাছের কোন অংশ থেকে পাওয়া যায় ?
উত্তরঃ কাণ্ড।
⟲ প্রথম অ্যান্টার্কটিকা অভিযান কবে শুরু হয় ?
উত্তরঃ ১৯৮১ সালে।
⟲ মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলে ?
উত্তরঃ কামিল।
⟲ ক্লোরিনের প্রধান উৎস কোনটি ?
উত্তরঃ রক সল্ট।
⟲ মুগা সিল্ক কোন রাজ্যের বিখ্যাত শাড়ী ?
উত্তরঃ আসাম।
⟲ ইনসুলিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ?
উত্তরঃ বহুমুত্র।
⟲ যকৃত কি রূপে কাজ করে ?
উত্তরঃ পরিপাকমূলক।
No comments:
Post a Comment