Breaking







Monday 19 April 2021

GK Album Part-94

GK Album Part-94 || জিকে অ্যালবাম

GK Album Part-94
GK Album Part-94

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-94; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-94

⟲ মিত্র মেলা সমিতি কে শুরু করেছিলেন ?
উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকার। 

⟲ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ। 

⟲ তাঁতিয়া টোপির আসল নাম কি ছিল ?
উত্তরঃ রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। 

⟲ গর্ভনিরোধক বড়ি জন্ম নিয়ন্ত্রণ করে - 
উত্তরঃ ডিম্বাণু নির্গমন বন্ধ করার মাধ্যমে। 

⟲ রিঙ্গেলম্যান স্কেল কীসের ঘনত্ব মাপতে ব্যবহার করা হয় ?
উত্তরঃ ধোঁয়া।

⟲ দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে কোন লেন্স ব‍্যবহার করা হয় ? 
উত্তরঃ উত্তল লেন্স। 

⟲ হরিয়ানার হ‍্যারিকেন নামে পরিচিত কে ?
উত্তরঃ কপিল দেব।

⟲ ক্ষমতার ব‍্যবহারিক এককের নাম কি ? 
উত্তরঃ ওয়াট।

⟲ চার প্রকোষ্ঠ আছে এমন সরীসৃপের উদাহরণ দাও ? 
উত্তরঃ কুমীর।

⟲ ফুটবল জগতে কাকে কালো হীরে বলা হয় ?
উত্তরঃ পেলে।

No comments:

Post a Comment