GK Album Part-93 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-93 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-93; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-93
⟲ ওড়িশার রাজধানীর নাম কি ?
উত্তরঃ ভুবনেশ্বর।
⟲ The Forest Survey of India কবে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৯৮১ সালে।
⟲ কোনার ড্যাম কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ হাজারিবাগ।
⟲ পাঁচরাজ্য শ্রেনিবিনাস প্রক্রিয়ার প্রবক্তা কে ?
উত্তরঃ আর. এইচ. হোয়াইটেকার।
⟲ অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে ?
উত্তরঃ স্পার্মাটোজেনেসিস।
⟲ গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায় ?
উত্তরঃ বৃক্ক।
⟲ কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে ?
উত্তরঃ হংসচঞ্চু।
⟲ বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তরঃ থায়ামিন।
⟲ পোঙ্গল কোন রাজ্যের ঐতিহ্যবাহী উৎসব ?
উত্তরঃ তামিলনাড়ু।
⟲ কল্লোল নাটকের রচয়িতা কে ?
উত্তরঃ উৎপল দত্ত।
No comments:
Post a Comment