GK Album Part-92 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-92 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-92; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-92
⟲ বাঘা যতীন নামে কে পরিচিত ?
উত্তরঃ যতীন্দ্রনাথ মুখার্জী।
⟲ জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
⟲ ৬০ বছর পূর্তিকে কি বলে ?
উত্তরঃ হীরক জয়ন্তী।
⟲ পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয় ?
উত্তরঃ কিউবা।
⟲ ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ বেলজিয়াম।
⟲ কোন শহরকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় ?
উত্তরঃ কলকাতা।
⟲ পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে ?
উত্তরঃ ১৭৬১ সালে।
⟲ কম্পাঙ্কের একক কোনটি ?
উত্তরঃ হার্জ।
⟲ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে ?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি।
⟲ ইউরোপের বুট বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ ইতালি।
No comments:
Post a Comment