GK Album Part-91 || জিকে অ্যালবাম
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-91; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-91
⟲ গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ ম্যানোমিটার।
⟲ আবেশ গুণাঙ্কের এককের নাম কি ?
উত্তরঃ হেনরি।
⟲ একাধিক কম্পাঙ্ক যুক্ত শব্দকে কি বলা হয় ?
উত্তরঃ স্বর।
⟲ ডিনামাইট কে আবিষ্কার করেন ?
উত্তরঃ আলফ্রেড নোবেল।
⟲ ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ প্যান্টোথেনিক অ্যাসিড।
⟲ ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে ?
উত্তরঃ ১৯৯১ সালে।
⟲ পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৮৮৭ সালে।
⟲ পেটিএম এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ বিজয় শেখর শর্মা।
⟲ কত সালে রামমোহন রায়ের মৃত্যু হয় ?
উত্তরঃ ১৮৩৩ সালে।
⟲ বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮২০ সালে।
No comments:
Post a Comment