Breaking







Wednesday, 7 April 2021

GK Album Part-88

GK Album Part-88 || জিকে অ্যালবাম

GK Album Part-88
GK Album Part-88

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-88; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-88

⟲ মহম্মদ বিন কাশিম সিন্ধু জয় করেন কবে ? 
উত্তরঃ ৭১২ খ্রিস্টাব্দে।

⟲ ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন ? 
উত্তরঃ দৌলত খাঁ লোদী।

⟲ ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয় ? 
উত্তরঃ লর্ড ডাফরিন।

⟲ ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয় ? 
উত্তরঃ ভিখাজি রুস্তম কামা।

⟲ ১৯৪৬ সালে কোন মিশন/কমিশন ভারতে আসে ? 
উত্তরঃ ক্যাবিনেট মিশন।

⟲ "হিন্দু প্যাট্রিয়ট" এর সম্পাদক কে ছিলেন ? 
উত্তরঃ হরিশচন্দ্র মুখার্জি।

⟲ সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ? 
উত্তরঃ ৭৩।

⟲ রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি ? 
উত্তরঃ বিধান পরিষদ।

⟲ মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত ? 
উত্তরঃ রেগুর।

⟲ কত সালে রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিলো ? 
উত্তরঃ ১৯০৫ সালে।

No comments:

Post a Comment