Breaking







Monday, 5 April 2021

GK Album Part-87

GK Album Part-87 || জিকে অ্যালবাম

GK Album Part-87
GK Album Part-87

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-87; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-87

⟲ আন্দামান ও নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? 
উত্তরঃ স্যাডল পিক।

⟲ চেন্নাই শহরের পূর্বনাম কি ছিল ? 
উত্তরঃ মাদ্রাজ।

⟲ পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ? 
উত্তরঃ মধ্যপ্রদেশ।

⟲ ভারতের পিটসবার্গ কাকে বলা হয় ? 
উত্তরঃ জামশেদপুর।

⟲ বর্তমানে ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ? 
উত্তরঃ আটটি।

⟲ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী ? 
উত্তরঃ লাদাখ।

⟲ নামদাফা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
উত্তরঃ অরুণাচল প্রদেশ।

⟲ সেলিম আলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ? 
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।

⟲ সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? 
উত্তরঃ তাপ্তি।

⟲ লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ? 
উত্তরঃ মণিপুর।

No comments:

Post a Comment