GK Album Part-86 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-86 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-86; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-86
⟲ ভিল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল ?
উত্তরঃ খান্দেশ অঞ্চলে।
⟲ সূর্যাস্ত আইন কে চালু করেন ?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস।
⟲ সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে ?
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক।
⟲ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল ?
উত্তরঃ বোম্বে।
⟲ লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মণিপুর।
⟲ সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে বসেন ?
উত্তরঃ ১৭৫৬ সালে।
⟲ বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৯৪৬ সালে।
⟲ হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮১৭ সালে।
⟲ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ।
⟲ ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে ?
উত্তরঃ ১৮৫০ সালে।
No comments:
Post a Comment