কোন মৃত্তিকায় কোন চাষ ভালো হয় তালিকা PDF | Kon Mrittikay Kon Chash Valo Hoy
![]() |
| কোন মৃত্তিকায় কোন চাষ ভালো হয় |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
ভূগোল বিষয়ের একটি অন্যতম অধ্যায় মৃত্তিকার একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে কোন মৃত্তিকায় কোন চাষ ভালো হয় তালিকা PDF; যেটির মধ্যে কোন মাটিতে বা মৃত্তিকায় কোন ফসল ভালো ফলে তার একটি তালিকা দেওয়া আছে।
তালিকাটি খুব ছোট, কিন্তু আমরা আশা রাখবো এই ছোট্ট তালিকাটি থেকেই তোমরা পরীক্ষার প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আর দেরী না করে তালিকাটি ভালো করে দেখে নাও এবং নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
কোন মৃত্তিকায় কোন চাষ ভালো হয়
| মৃত্তিকা | চাষ ভালো হয় |
|---|---|
| কৃষ্ণ মৃত্তিকা | কার্পাস বা তুলা |
| ল্যাটেরাইট মৃত্তিকা | কাজু বাদাম |
| পার্বত্য মৃত্তিকা | চা, কফি |
| লোহিত মৃত্তিকা | রাগি, জোয়ার, তৈলবীজ |
| পলি মাটি | ধান, গম, ইক্ষু |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Kon Mrittikay Kon Chash Valo Hoy
Language : Bengali
Size : 0.1 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download

আমি পিডিএফ কিভাবে ডাউনলোড করবো ?
ReplyDelete