GK Album Part-82 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-82 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-82; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-82
⟲ গোলাপি শহর কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান।
⟲ ধূসর বিপ্লব কিসের সাথে যুক্ত ?
উত্তরঃ সার।
⟲ কোন শহরকে ভারতের রোম বলা হয় ?
উত্তরঃ দিল্লী।
⟲ সবচেয়ে ভারী মৌলের নাম কি ?
উত্তরঃ ইউরেনিয়াম।
⟲ পারমাণবিক সংখ্যার আবিষ্কারক কে ?
উত্তরঃ মোসলে।
⟲ নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ?
উত্তরঃ ইউরিয়া।
⟲ পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি ?
উত্তরঃ তিব্বত।
⟲ পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ড্রাই অক্সাইডের পরিমাণ কত ?
উত্তরঃ ০.০৩৫%।
⟲ উকাই প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ তাপ্তি।
⟲ ট্রানজিস্টর কবে আবিষ্কৃত হয় ?
উত্তরঃ ১৯৪৮ সালে।
No comments:
Post a Comment