GK Album Part-79 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-79 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-79; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-79
⟲ ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত ?
উত্তরঃ ৯২টি।
⟳ আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত ?
উত্তরঃ ৩৩টি।
⟲ আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯৪১ সাল।
⟳ টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ শ্রীরঙ্গপত্তনম।
⟲ কনৌজ যুদ্ধের সময়কাল কত ?
উত্তরঃ ১৫৪০ খ্রিস্টাব্দ।
⟳ রেডিও কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মার্কোনি।
⟲ নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৫৮ সাল।
⟳ GIS এর পুরো নাম কি ?
উত্তরঃ Geographic Information System.
⟲ বিশ্ব পৃথিবী দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২২শে এপ্রিল।
⟳ রামসার ক্ষেত্র বলতে কি বোঝায় ?
উত্তরঃ জলাভূমি।
No comments:
Post a Comment