GK Album Part-78 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-78 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-78; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-78
⟲ ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ব্রাসেলস।
⟳ গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯১৩ সালে।
⟲ কোন গ্রহের অপর নাম লুসিফার ?
উত্তরঃ শুক্র।
⟳ "Saint of The Gutter" নামে কে পরিচিত ?
উত্তরঃ মাদার তেরেসা।
⟲ বেরিয়াম কত সালে আবিষ্কৃত হয় ?
উত্তরঃ ১৮০৮ সালে।
⟳ জেরপথ্যালমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তরঃ ভিটামিন A।
⟲ গুণরাজ খান উপাধিটি কার ?
উত্তরঃ মালাধর বসু।
⟳ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।
⟲ কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন ?
উত্তরঃ আকবর।
⟳ বাতাসের আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ হাইগ্রোমিটার।
No comments:
Post a Comment