GK Album Part-77 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-77 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-77; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-77
⟲ মগধের কোন শাসক "সেনিয়া" নামে পরিচিত ছিলেন ?
উত্তরঃ বিম্বিসার।
⟳ সুল-ই-কুল নীতির প্রবক্তা কে ?
উত্তরঃ আকবর।
⟲ নীলদর্পণ নাটকের রচয়িতা কে ?
উত্তরঃ দীনবন্ধু মিত্র।
⟳ RAW কোথাকার ডিটেকটিভ এজেন্সি ?
উত্তরঃ ভারত।
⟲ সিকিমের রাজধানীর নাম কি ?
উত্তরঃ গ্যাংটক।
⟳ টেনিদা চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়।
⟲ ভিনেগার এর রাসায়নিক নাম কী ?
উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড।
⟳ পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বাঁশি।
⟲ ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ?
উত্তরঃ রমা দেবী।
⟳ বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ধর্মপাল।
No comments:
Post a Comment