Breaking



Sunday 14 March 2021

GK Album Part-76

GK Album Part-76 || জিকে অ্যালবাম

GK Album Part-76
GK Album Part-76

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-76; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে। 

GK Album Part-76

⟲ কবে থেকে শীতকালীন অলিম্পিক শুরু হয় ? 
উত্তরঃ ১৯২৪ সাল। 

⟳ ভারতে নৌসেনা দিবস কবে পালিত হয় ? 
উত্তরঃ ৪ঠা ডিসেম্বর। 

⟲ "Drain of wealth" বইয়ের লেখক কে ? 
উত্তরঃ দাদাভাই নৌরজি। 

⟳ কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত ? 
উত্তরঃ নাইট্রাস অক্সাইড। 

⟲ হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 
উত্তরঃ জি.এল. নন্দ। 

⟳ ক্লোরোফিলে কোন ধাতু আছে ? 
উত্তরঃ ম্যাগনেশিয়াম। 

⟲ ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ? 
উত্তরঃ আলেকজান্ডার কানিংহাম। 

⟳ ১৯২১ এর মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিলো ? 
উত্তরঃ কেরল। 

⟲ ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ? 
উত্তরঃ লিনলিথগো। 

⟳ দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ? 
উত্তরঃ জালালউদ্দিন খলজি।

No comments:

Post a Comment