Breaking



Friday 12 March 2021

GK Album Part-75

GK Album Part-75 || জিকে অ্যালবাম

GK Album Part-75
GK Album Part-75

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-75; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে। 

GK Album Part-75

স্বরাজ পার্টি কোন বছরে গঠিত হয় ? 
উত্তরঃ ১৯২৩ সালে। 

সেফটিপিন কবে আবিষ্কৃত হয় ? 
উত্তরঃ ১৮৪৯ সালে। 

⟲ সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয় ? 
উত্তরঃ হারপেটোলজি। 

⟳ আমাদের মানবদেহে কত ধরণের পেশী আছে ? 
উত্তরঃ তিন। 

⟲ রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? 
উত্তরঃ ফুটবল। 

⟳ হাজিমি শব্দটি কোন খেলার সাথে যুক্ত ? 
উত্তরঃ জুডো। 

⟲ কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোনটি ? 
উত্তরঃ মহাবালেশ্বর। 

⟳ বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? 
উত্তরঃ বিহার। 

⟲ রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
উত্তরঃ জেনেভা। 

⟳ ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ? 
উত্তরঃ সরোজিনী নাইডু। 

No comments:

Post a Comment