Breaking







Wednesday, 10 March 2021

GK Album Part-74

GK Album Part-74 || জিকে অ্যালবাম


GK Album Part-74
GK Album Part-74

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-74; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

GK Album Part-74

❖ কোলকাতায় মেট্রোরেল চালু হয় কত সালে ? 
উত্তরঃ ১৯৮৪ সালে। 

❖ ধনেখালি কী জন্য বিখ্যাত ? 
উত্তরঃ তাঁত শিল্পের জন্য। 

❖ রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ? 
উত্তরঃ দার্জিলিং। 

❖ মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণআন্দোলনটি ছিল - 
উত্তরঃ অসহযোগ আন্দোলন। 

❖ বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ? 
উত্তরঃ ১৭৬৪ সালে। 

❖ ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ করেন ? 
উত্তরঃ ১৪৯৮ সালে। 

❖ PCA এর পূর্ণরূপ কি ? 
উত্তরঃ Prompt Corrective Action. 

❖ ভারতের সুপ্রিমকোর্ট কবে স্থাপিত হয় ?  
উত্তরঃ ১৯৫০ সালে। 

❖ বাংলার আকবর নামে কে পরিচিত ? 
উত্তরঃ হুসেন শাহ। 

❖ পিতল কোনটির মিশ্রণ ? 
উত্তরঃ তামা ও দস্তা। 

No comments:

Post a Comment