Breaking



Saturday 6 March 2021

GK Album Part-72

GK Album Part-72 || জিকে অ্যালবাম

GK Album Part-72
GK Album Part-72

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-72; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

GK Album Part-72

❖ কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ? 
উত্তরঃ লালা হংসরাজ। 

❖ সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ। 

❖ আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন ? 
উত্তরঃ হরিশচন্দ্র। 

❖ কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ? 
উত্তরঃ জম্মু ও কাশ্মীর। 

❖ ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় ? 
উত্তরঃ ২৬শে নভেম্বর। 

 দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স -এর রচয়িতা কে ? 
উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকর। 

❖ কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ? 
উত্তরঃ ১১৯১ খ্রিস্টাব্দে। 

❖ বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন ? 
উত্তরঃ বল্লভভাই প্যাটেল। 

❖ শ্রীরঙ্গপত্তমে "স্বাধীনতা বৃক্ষ" স্থাপন করেছিলেন কে ? 
উত্তরঃ টিপু সুলতান।

❖ লবণ সত্যাগ্রহ কোন সালে হয় ? 
উত্তরঃ ১৯৩০ সালে।

No comments:

Post a Comment