GK Album Part-71 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-71 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-71; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
GK Album Part-71
❖ কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ কুমার গুপ্ত।
❖ গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করে ?
উত্তরঃ কুষাণ।
❖ ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।
❖ ‘কাশ্মীরের আকবর’ কাকে বলা হয় ?
উত্তরঃ জয়নাল আবেদিন।
❖ ‘পশ্চিমবঙ্গের শস্যাগার’ কোন জেলাকে বলা হয় ?
উত্তরঃ বর্ধমান।
❖ ‘মধ্যরাত্রির সূর্যের দেশ’ কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ নরওয়ে।
❖ কোন ক্ষেত্রে ‘ভাটনগর পুরস্কার’ প্রদান করা হয় ?
উত্তরঃ বিজ্ঞান ও প্রযুক্তি।
❖ জিম্বাবুয়ের রাজধানীর নাম কি ?
উত্তরঃ হারারে।
❖ Holy City হিসেবে কোন শহর বিখ্যাত ?
উত্তরঃ জেরুজালেম।
❖ ভারতের কোন রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত ছিল ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।
No comments:
Post a Comment