Breaking



Tuesday 2 March 2021

GK Album Part-70

GK Album Part-70 || জিকে অ্যালবাম

GK Album Part-70
GK Album Part-70

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-70; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

GK Album Part-70

❖ গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?  
উত্তরঃ বি.আর. আম্বেদকর।

❖ ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয় ? 
উত্তরঃ ১৯৪৬ সালে। 

❖ জনস্বার্থ মামলা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ? 
উত্তরঃ আমেরিকা।

❖ কোন দেশ সর্বপ্রথম সংবিধান রচনা করে ? 
উত্তরঃ আমেরিকা। 

❖ লাখবক্স নামে কে পরিচিত ছিলেন ? 
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক। 

❖ ‘সংগ্রামই জীবন, সংগ্রামহীনতা মৃত্যু’-কে বলেছিলেন ? 
উত্তরঃ বিবেকানন্দ। 

❖ ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত ? 
উত্তরঃ নিউইয়র্ক। 

❖ কোন শাসক ‘পাগলা রাজা’ নামে খ্যাত ? 
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক। 

❖ ‘মুদ্রারাক্ষস’ গ্রন্থের লেখক ? 
উত্তরঃ বিশাখদত্ত। 

❖ ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হয় ? 
উত্তরঃ তুরস্ক। 

1 comment: