GK Album Part-69 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-69 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-69; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
GK Album Part-69
❖ ভারতের গ্লাসগো কাকে বলা হয় ?
উত্তরঃ হাওড়া।
❖ সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ জ্যোতিরাও ফুলে।
❖ ভাকরা-নাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত ?
উত্তরঃ শতুদ্র।
❖ ভারতের কোথায় জাফরান চাষ হয় ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।
❖ সুপ্রিমকোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় ?
উত্তরঃ তিন।
❖ ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে ?
উত্তরঃ তিনটি।
❖ প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল কত সালে ?
উত্তরঃ ১৯৫১ সালে।
❖ বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয় ?
উত্তরঃ ট্রপোস্ফিয়ার।
❖ কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৫৭ সালে।
❖ বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
উত্তরঃ ওড়িশা।
No comments:
Post a Comment