Breaking



Sunday 7 March 2021

কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তালিকা PDF

কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তালিকা PDF || ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প PDF || Famous Industrial Cities in India

কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তালিকা PDF
কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তালিকা PDF

কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, জিকের একটি অন্যতম টপিক হিসাবে কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তালিকা PDF | ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প PDF; যেটির মধ্যে ভারতের বিভিন্ন শহর ও সেই শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। 

        সুতরাং দেরী না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও। 

কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত

শহরের নামবিখ্যাত শিল্প
ভিলাই ইস্পাত
মথুরা তৈল পরিশোধক কারখানা
বাটানগর জুতো
জয়পুর মৃৎপাত্র, সূচিকর্ম
আগ্রা মার্বেল পাথর, খেলার পুতুল, চর্মশিল্প
দুর্গাপুর ইস্পাত
গুন্টুর  তুলা, তামাক
আঙ্কোলেশ্বর তৈল শোধনাগার
মাদুরাই রেশম বয়ন, তুলাজাত বস্ত্র শিল্প, হস্তচালিত তাঁত শিল্প
টাটানগর  লৌহ ও ইস্পাত কারখানা
আনন্দ দুগ্ধ উৎপাদন শিল্প 
ডিগবয় তৈল পরিশোধক কারখানা 
রাণীগঞ্জ কয়লাখনি শিল্প 
আলীগড় কাঁচি, ছুরি, তালা 
নাসিক  সিকিউরিটি কারেন্সি ছাপাখানা, কাঁসা ও তাম্র শিল্প 
হাওড়া চা, তুলা, পাটশিল্প, জাহাজ মেরামত
ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্প
কাঞ্চীভরম রেল ইঞ্জিন
ডালমিয়ানগর  সিমেন্ট প্রস্তুত
দিল্লী  হাতির দাঁতের কাজ, সুতির বস্ত্র, গৃহ নির্মাণ সরঞ্জাম 
ফিরোজাবাদ  তাঁতশিল্প 
চেন্নাই সার কারখানা, তৈল পরিশোধক কারখানা 
পেরাম্বুর রেলওয়ে কোচ কারখানা 
লুধিয়ানা  সাইকেল যন্ত্রাংশ, হোসিয়ারী, সেলাই, মেসিনের যন্ত্র 
ঝরিয়া কয়লা 
বেঙ্গালুরু খেলনা, কার্পেট, ভারত ইলেকট্রনিক্স, টেলিফোনের কারখানা 
রাউরকেল্লা ইস্পাত কারখানা 
কানপুর  তুলা ও পশমের কল, সার কারখানা, চামড়া, চিনি, জুতো শিল্প 
সিন্ধ্রিসার
সিংভূম তামা 
শোলাপুর তুলাজাত বস্ত্রাদির কেন্দ্র 
তিরুচিরাপল্লী চুরুট ও সিগারেট 
কোচিন জাহাজ নির্মাণ শিল্প 
টিটাগড়  কাগজ শিল্প 
সুরাট জরির কাজ, তুলাজাত বস্ত্রাদি 
কুলু কম্বল কারখানা 
পানিপথ তুলা ও পশম শিল্প, কম্বল, মৃৎপাত্র, রৌপ্য ও কাঁসার পাত্র 
বিশাখাপত্তনম  সার কারখানা, তৈল পরিশোধন কারখানা, জাহাজ তৈরি, ইস্পাত 
কলকাতা মাটির তৈরি দ্রব্যাদি, ইলেক্ট্রনিক বাল্ব, পাট, তুলা, ল্যাম্প তৈরি 
রাণাপ্রতাপ সাগর  স্বয়ংক্রিয় বিদ্যুৎ চালিত পাম্প 
নেপানগর নিউজপ্রিন্ট 
ক্ষেত্রী তামার শিল্প 
হায়দ্রাবাদ  হাতির দাঁতের কাজ, কাঠ খোদাই, অ্যাসবেসটস, হিন্দুস্থান মেসিন টুলস
ডিণ্ডিগুল  চুরুট ও তামাক
মুঙ্গের সিগারেট শিল্প 
আদোনি কার্পাস বয়ন শিল্প
অম্বরনাথ  যন্ত্র সরঞ্জাম প্রোটোটাইপ
অমৃতসর মুদ্রণ মেশিন 
আবাদি ট্যাঙ্ক ফ্যাক্টরি 
ভোপাল ভারী বৈদ্যুতিক সরঞ্জাম 
হলদিয়া  তৈল শোধনাগার 
কাটনি  সিমেন্ট শিল্প 
File Details:
PDF Name : Famous Industrial Cities in India
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

More PDFDownload Link
আন্তর্জাতিক সীমারেখা Click Here
ভারতের গবেষণাগার Click Here

No comments:

Post a Comment