বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF | CGS এবং SI একক || Physical Quantities and Units
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন ভৌত রাশি এবং তাদের সিজিএস ও এস আই এককের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে এস আই পদ্ধতিতে চাপের একক কি? CGS পদ্ধতিতে তাপের একক কি? SI পদ্ধতিতে কার্যের একক কী? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
বিভিন্ন ভৌত রাশির একক
ভৌত রাশি | SI একক | CGS একক |
---|---|---|
দৈর্ঘ্য | মিটার | সেন্টিমিটার |
ভর | কিলোগ্রাম | গ্রাম |
সময় | সেকেন্ড | সেকেন্ড |
ক্ষেত্রফল | বর্গমিটার | বর্গ সেন্টিমিটার |
আয়তন | ঘনমিটার | ঘন সেন্টিমিটার |
ঘনত্ব | কিলোগ্রাম/ঘনমিটার | গ্রাম/ঘন সেন্টিমিটার |
বেগ | মিটার/সেকেন্ড | সেন্টিমিটার/সেকেন্ড |
ত্বরণ | মিটার/সেকেন্ড২ | সেন্টিমিটার/সেকেন্ড২ |
বল | নিউটন | ডাইন |
চাপ | পাস্কাল বা নিউটন/মিটার২ | ডাইন/সেন্টিমিটার২ |
কার্য বা শক্তি | জুল | আর্গ |
ক্ষমতা | ওয়াট | আর্গ/সেকেন্ড |
কম্পাঙ্ক | হার্জ | হার্জ |
কোণ | রেডিয়ান | রেডিয়ান |
তাপ | জুল | ক্যালোরি |
তাপমাত্রা | কেলভিন | °C বা °F |
তাপধারকত্ব | জুল/কেলভিন | ক্যালোরি/°C |
জলসম | কিলোগ্রাম | গ্রাম |
প্রবাহমাত্রা | অ্যাম্পিয়ার | ESU/biot |
আধান | কুলম্ব | ষ্ট্যাটকুলম্ব/ফ্র্যাঙ্কলিন |
ঘাত | নিউটন/সেকেন্ড | ডাইন/সেকেন্ড |
রোধাঙ্ক | ওহম মিটার | ওহম সেন্টিমিটার |
সরণ | মিটার | সেন্টিমিটার |
লীনতাপ | জুল/কিলোগ্রাম | ক্যালোরি/গ্রাম |
দীপন প্রাবল্য | ক্যান্ডেলা | - |
পদার্থের পরিমাণ | মোল | - |
উষ্ণতা | কেলভিন | - |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Physical Quantities and Units
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
KHUBI KHUSHI HOLAM SIR
ReplyDeleteGreat sir
ReplyDelete