GK Album Part-68 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-68 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-68; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
GK Album Part-68
❖ ইনসুলিন কে আবিষ্কার করেছিলেন ?
উত্তরঃ ব্যানটিং এবং বেস্ট।
❖ সুসি সুশান্ত কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টন।
❖ ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট।
❖ ম্যারাথন দৌড় কত দূরত্বের হয় ?
উত্তরঃ ২৬ মাইল ৩৮৫ গজ।
❖ ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে ?
উত্তরঃ আব্দুল কালাম।
❖ সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন ?
উত্তরঃ অশোক।
❖ দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান।
❖ সাঁচির স্তুপ কোথায় অবস্থিত ?
উত্তরঃ ভোপাল।
❖ শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ হর্ষবর্ধন।
❖ কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক।
No comments:
Post a Comment