GK Album Part-60 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-60 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-60; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ মহারাষ্ট্রে "শিবাজী উৎসব" এর প্রবর্তক কে ছিলেন ?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক।
❖ কত সালে মহম্মদ আলী জিন্নাহ চোদ্দ দফা দাবী পেশ করে ?
উত্তরঃ ১৯২৯ সালে।
❖ "My Autobiography" বইটি কার রচনা ?
উত্তরঃ চার্লি চ্যাপলিন।
❖ অজাতশত্রুর রাজধানীর নাম কি ?
উত্তরঃ রাজগৃহ।
❖ "বুদ্ধচরিত" কোন যুগে রচিত হয়েছিল ?
উত্তরঃ কুষাণ।
❖ ওড়িশা রাজ্যের সৃষ্টি হয় কবে ?
উত্তরঃ ১৯৩৬ সালে।
❖ নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ সারামতি।
❖ Imperial Bank বর্তমানে কি নামে পরিচিত ?
উত্তরঃ SBI.
❖ নীচের কোন দেশে দ্বৈত নাগরিকত্ব রয়েছে ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
❖ তহকিক-ই-হিন্দ বইটি কার লেখা ?
উত্তরঃ অলবিরুনী।
No comments:
Post a Comment